অনলাইনে অর্থ উপার্জন করতে চাইলে আগে নিজেকে যে ৩টি প্রশ্ন করতে হবে

“অনলাইনে ঘরে বসে অর্থ উপার্জন” বেপারটা প্রথম প্রথম শুনা মাত্রই এক নতুন কৌতুহলের জন্ম দেয় সবার মনে এবং তারপর অনেকেই হুটহাট করে নেমে পড়েন অর্থ উপার্জনের লক্ষ্যে কোন চিন্তাভবনা না করেই  কিন্তু কিছু  সময় পরে বুঝতে পারেন কাজটা তাদের জন্য না এবং হতাশ হয়ে নেতিবাচক ধারনাও করে বসেন অনেকে।
অনলাইনে আয়
যারা অনলাইনে আয়ের ব্যপারে আগ্রহী তাদের জন্যই আজকের এই পোস্ট।

১. আপনি কত সময় ব্যয় করতে পারবেন অনলাইনে কাজ করার জন্য?

এটাই সর্বপ্রথম মূখ্য প্রশ্ন যা অনেকেই মাথায় রাখে নাহ কাজ শুরুর আগে। প্রতিদিন আপনি কত ঘন্টা সময় ব্যয় করতে পারবেন অনলানে কাজ করার জন্য সেটা অবশ্যই হিসেব করে নিতে হবে অনলাইনে কাজ শুরু করার আগেই।
ধরা যাক আপনি একটি  ডিপার্টমন্টাল স্টোর ব্যবসা শুরু করবেন, তাহলে সমস্থ পরিকল্পনাটা একবার চিন্তা করে দেখুন যে কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং ধৈর্য ধারণ করার মধ্য দিয়েই আপনাকে সেই ব্যবসার সফলতার আনতে হবে।
এমনিভাবে এখন আপনার অনলাইন কাজের পরিকল্পনাটা সাজিয়ে নিন। এখন চিন্তা করলে দেখবেন যে আপনি হয়ত ৬, ৮ অথবা ৮ ঘন্টা অনলাইনে কাজের জন্য ব্যয় করতে পারবেন। অনলাইন কাজ বলে ভাববেন নাহ যে কাজের পরিমান খুব কম এবং কম কাজ করেই আপনি অনেক অর্থ উপার্জন করতে পারবেন। অনলাইন এর বাইরে একটা চাকুরি ক্ষেত্রে যেভাবে আপনি দায়িত্বশীল হয়ে প্রতিটা ঘন্টা কাজ করেন, অনলাইনেও আপনাকে ঠিক সেভাবে কাজ করতে হবে সফলতা অর্জন করতে চাইলে।

২. আপনার লক্ষ্য কি ?

আমার মনে পরে আমি যখন নতুন নতুন অর্থ উপার্জন এর সাথে পরিচিত হয়েছিলাম তখন আমাকে নির্দেশনা দেয়ার মত কেউ ছিল না। এছাড়াও অরেকটি বিষয় হচ্ছে আমার কোনো সুনির্দিস্ট লক্ষ্য ছিল না যার ফলশুতিতে আমি অনেকবার বিফল হয়েছি এবং পরে আমকে অনেকদিন কঠিন পরিশ্রম করতে হয়েছে। আপনি যদি আপনার সফলতার চূড়ান্ত স্থানে পৌছাতে চান তাহলে আপনাকে কাজ শুরুর আগেই একটি সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে। তা না হলে  লক্ষ্যবিহীনভাবে কাজ করে আপনি কোনো ভালো কিছু অথবা ভালো স্থানে পৌছতে পারবেন না।
ধারা যাক বিভিন্ন দার্শনিক স্থানে আপনি ভ্রমন করতে পছন্দ করেন এবং এই বিষয়ের উপরেই অনলাইন ব্যবসা শুরু করতে চান । তাহলে লক্ষ্য অর্জনের জন্য প্রথমেই আপনাকে ভ্রমন স্থানগুলোর একটা তালিকা করতে হবে এবং যত দ্রুত সম্ভভ লক্ষ্যের ও একটা কাঠমো তৈরী করতে হবে লক্ষ্যের শেষে পৌছানোর জন্য।

৩. আপনি কি ধৈর্য্য ধরে না জানা বিষয় শিখতে ও পরিশ্রম করতে প্রস্তুত ?

আবার ও একটু নিজের অভিজ্ঞতা দিয়ে উদাহন দেই , আমি মনে মনে সপথ নিলাম যে আমি অনলাইনে   অর্থ  উপার্জন করবই, সেই ভাবনা থেকে একটি ব্লগ পোস্ট ও লিখে ফেললাম এবং তারপরই নিজের ই-মেইল চেক করলাম কিন্তু কোন রিপ্লাই পেলাম না। কারণ আমি   তখন আমি অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতিগুলো সম্পর্কে অবগত ছিলাম না। পরে বুঝলাম যে আমাকে আগে অর্থ উপার্জনের পদ্ধতিগুলো ভালোভাবে জানতে ও শিখতে হবে এবং তারপর ধৈর্য্য ধরে পরিশ্রম করে যেতে হবে ।
অবশেষে বলব , যারা অনলাইনে  অর্থ উপার্জন শুরু করার কথা ভাবছেন তারা নিজেদের এই ৩তি প্রশ্ন করে এবং তার উত্তর চিন্তাকরে ভালোভাবে  উপলব্ধি করে তবেই শুরু করুন । তা নাহ হলে কিছু সময় পার হবার পরই মনে হবে যে আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন এবং করেছেন যা আপনার বাস্তবিক জীবনে নতুন হতাশা তৈরী করবে । আজ এই প্রজন্তই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।